রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:১০ অপরাহ্ন
রাঙ্গামাটি প্রতিনিধিঃ
এসএমই ফাউন্ডেশনের আয়োজনে রাঙ্গামাটিতে ৫দিনব্যাপী বিভিন্ন ধরনের হস্তশিল্প পন্য তৈরী বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৪জানুয়ারী) বিকেলে আশিকা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নারী বিবর্তন ও উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সহযোগিতায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন।
জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) মহিলা উদ্যোক্তা কাউন্সিল রাঙ্গামাটি জেলা শাখার সভানেত্রী ও বেসরকারী উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এমএমই ফাউন্ডেশনের সহকারী ব্যাবস্থাপক আবির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, নাসিব এর রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি ও বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, ডিএনএ প্রোডাকশনের প্রশিক্ষক পার্থ গুপ্ত ও তন্দ্রা মুখার্জী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রেসিভ এর সমন্বয়কারী নুকু চাকমা।
অনুষ্ঠানে বক্তরা বলেন, পার্বত্যঅঞ্চলের সাংস্কৃতিক ও জীব বৈচিত্রের সাথে এখানকার উৎপাদিত হস্তশিল্প পন্যের একটি নিবিড় যোগসূত্র রয়েছে। কিন্তু এই পন্যের সমাহার বা পসরা সাজিয়ে বিক্রী করার মতো তেমন কোনো মার্কেট নেই বললে চলে। এ বিষয়গুলো মাথায় রেখে আগামীতে এখানকার ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের জন্য মার্কেট করার পরিকল্পনা গ্রহণ করতে হবে। এর ফলে উদ্যোক্তাদের বিক্রীর পাশাপাশি পর্যটকদের আগমনও বৃদ্ধি পাবে।
বক্তরা বলেন, প্রশিক্ষনার্থীদের প্রতিটি পন্যই ভিন্ন ভিন্ন ডিজাইনের। এসব পন্য দেশ বিদেশে রপ্তানি করার ব্যবস্থা গ্রহণ করা হলে উদ্যোক্তারা আরো পন্য তৈরিতে উদ্যোগী হবে। পরে অতিথিরা প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ শেষে প্রশিক্ষণার্থীদের তৈরি পন্যগুলো পরিদর্শন করেন।
প্রশিক্ষনে বিশেষ করে মহিলাদের গহনা, হাতের কারু, পুটির মালা’সহ বিভিন্ন সামগ্রী তৈরির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষনে জেলার ৩০জন নারী প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।
Leave a Reply