রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন,রাঙ্গামাটি প্রতিনিধিঃ
শুক্রবার রাঙ্গামাটি শহরের চারটি এটিমখানায় এটিম শিশুদের মাঝে দুপুরের আহার বিতরণ করলো বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখার তৃণমূলের কর্মীরা।
তারা রাঙ্গামাটির আজিজিয়া সুলতান উলুম মাদ্রাসা, হামিউচ্ছুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানা,রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসা,ফাতেমাতুয যাহ্রা (রা) মহিলা মাদ্রাসার এতিমখানায় দুপুরের আহার বিতরন করেন। রাঙ্গামাটির ছাত্রলীগের তৃণমূলের কর্মী আবদুল্লাহ আল হামদান, মোঃ ইউসুফ কামাল ও রাঙ্গামাটি কলেজ ছাত্রলীগের উপ-সম্পাদক ফয়সাল আহমেদের উদোগে এ কাজ সম্পাদন করা হয়।
এ ব্যাপারে রাঙ্গামাটি ছাত্রলীগের তৃণমুলকর্মী আবদুল্লাহ আল হামদান জানান, ছাত্রলীগের প্রতি জন মনে যে নেতিবাচক মনোভাব রয়েছে তা দূর করতে আমরা জনগণের পাশে থেকে কাজ যাব। প্রধানমত্রী শেখ হাসিনা চেয়েছেন ছাত্রলীগকে পজিটিভ ধারায় ফিরিয়ে আনার তার লক্ষ্যে, কেন্দ্রীয় সংসদে সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশ মুতাবেক আমাদের এই কর্মকান্ড ।
Leave a Reply