বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৭:৪৭ অপরাহ্ন
রাঙামাট সংবাদদাতাঃ
রাঙ্গামাটি শহরস্থ কাঠাঁলতলী এলাকায় আগুন লেগে প্রায় ২০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শনিবার দুপুরে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ইউনিট ও স্থানীয়রা চেষ্টা চালাচ্ছে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা জায়নি তবে কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।
স্থানীয়দের সূত্রে , আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে সেটি তাৎক্ষনিকভাবে কেউ নিশ্চিত হওয়া যায়নি। ওই এলাকায় আশেপাশে অনেকগুলো ফার্নিচার তৈরির কারখানা থাকায় সেখানে মজুদ রাখা ক্যামিকেলের কারনে মুহুর্তের মধ্যেই আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে।
এদিকে আগুনের খবর পেয়ে রাঙামাটির নবাগত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানসহ প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যান। কোনো হতাহতের খবর শোনা যায়নি।
Leave a Reply