মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১০:৫২ পূর্বাহ্ন
বিনয় চাকমা, রাঙ্গামাটিঃ
নভেল করোনা ভাইরাস আতঙ্কের কারনে পুরো দেশ এখন লকডাউনে রয়েছে। দেশের হত দরিদ্র মানুষগুলো এখন মানবেতর জীবন যাপন করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনগুলো তাদের সহায়তায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রাঙ্গামাটিতে বন্দুক ভাঙ্গা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় মানুষের পাশে দাঁড়ালো স্থানীয় সামাজিক সংগঠন প্রো বেটার লিভিং বাংলাদেশ লিমিটেড (পিবিএল) ও ঊম্মষ স্বেচ্ছাসেবী সংগঠন।
রাঙ্গামাটিতে বিপদের সময় পাশে থেকে একত্রিত হয়ে এ সংগঠনটি দাঁড় করিয়েছে। তারা জেলা ও উপজেলায় বিভিন্ন সঙ্কটের সময় এলাকার মানুষের পাশে এসে দাঁড়ায়। তাই করোনা আতঙ্কের এ সংকটের সময়েও তারা অসহায় হত-দরিদ্র মানুষের পাশে এসে দাড়িয়েছে।
বৃহস্পতিবার সকালে বন্দুক ভাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে কুমড়াপাড়া ও মগপাড়া গ্রামের প্রায় ৪০টি পরিবারের মুখে খাবার তুলে দেয়ার জন্য পিবিএল ও ঊম্মেষ স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগের এ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এসময় সাবেক মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান ও উত্তর বনরুপা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সভাপতি ও ঊম্মেষ এর উপদেষ্টা স্নেহাশীষ চাকমা ও ঊম্মেষ সাধারণ সম্পাদক বিদুৎ চাকমা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংগঠনের উপদেষ্টা স্নহাশীষ চাকমা বলেন, আমরা ১৫ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল , ১ কেজি পেয়াজ, ও ১টি সাবানসহ প্রতিটি প্যাকেটে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। যতদিন দেশে করোনা আতঙ্কের এ পরিস্থিতি বিরাজ করবে ততদিন পর্যন্ত পর্যায়ক্রমে আমাদের এ বিতরণ ব্যবস্থা অব্যাহত থাকবে।
Leave a Reply