সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
১৯৬৫-১৯৭০ সালে স্বাস্থ্য, গণপুর্ত, সমাজসেবা,পিডিবির মন্ত্রী প্রয়াত ১৪ তম রাজা মংশৈ প্রূ চৌধুরীর কনিষ্ঠ পুত্র রাজকুমার নুশৈপ্রূ ধানের শীষে যোগদান করলেন। উন্নয়ন ও সম্প্রীতি বান্দরববান বজায় রাখতে ধানের শীষে যোগদান করেছে বলে সূত্রে জানা গেছে।
আজ ১০ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় সাচিং প্রু জেরী দরবার হলে ১০০ জন কর্মী নিয়ে সাচিং প্রু জেরীকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। অধ্যাপক ওসমান গণি, জাহাঙ্গীর , ক্যসাউ মারমা, যত্নউকিল, ক্যহ্লাউ সহ বান্দরবানে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজ কুমার নুশৈপ্রু বলেন, আমি জিয়া নীতি আর্দশের বিশ্বাসী। দেশ নেত্রী খালেদার কারাবন্দি মুক্তির আন্দোলনে আমি একজন সহযোদ্ধা হিসেবে এখন থেকে মাঠে নামছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাচিং প্রু জেরী ছাড়া বান্দরবানে আর কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, সাচিং প্রু জেরী ক্ষমতা থাকা কালে ঘরে ঘরে সরকারী চাকুরী দেয়া হয়েছে। আত্নকর্মসংস্থানের সুযোগ দেয়া হয়েছে, বেকার সমস্যা সমাধান করেছে। আবারও সেই দিনটি ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিয়ে সাচিং প্রু জেরীকে বান্দরবানে এমপি হিসেবে দেখতে চায়।
যোগদান অনুষ্ঠানে সাচিংপ্রু জেরী বলেন, নুশৈপ্রু আমাদের রাজ পরিবারের রাজপুত্র। এক এগারতে তত্ত্বাবধায়ক সরকার আমলে জেলা পরিষদে সদস্য ছিলেন। তার বাবা আমার দাদু ১৯৬৫ সালে মন্ত্রী ছিলেন। বান্দরবান উন্নয়ন অগ্রযাত্রার শুরু করেছে মংশৈপ্রু চৌধুরী আমলে। বান্দরবান বিএনপি নতুন পথ চলার একজন সংগ্রামী যোদ্ধা নুশৈপ্রুকে পেলাম। সব ভেদাভেদ ভুলে গিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক হয়ে কাজ করার আহবান জানান।
Leave a Reply