রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০৫:১৬ অপরাহ্ন
রিমন পালিতঃ স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের অস্ত্রের মুখে ১ জীব ড্রাইভার অপহরণের খবর পাওয়া গেছে।
আজ ১৯ আগস্ট বিকাল সাড়ে ৩ টায় বান্দরবান হতে রুমা যাওয়ার পথে মিনঝিরি পাড়া রাস্তার ‘মুখ’ নামক স্থান থেকে গাড়ীর যাত্রী নামিয়ে দিয়ে একদল স্ব -সস্ত্র গ্রুপ ড্রাইভারকে জিম্মি করে জঙ্গলের ভিতর দিকে নিয়ে যায় বলে সাধারন যাত্রীরা বলেন। অপহরনের পর থেকে ড্রাইভারদের মোবাইলে সংযোগ পাওয়া যাচ্ছেনা বলেও জানা যায়।
সূত্রে জানা যায়, অপহরনের খবর পেয়ে রুমা জোন সদর হতে একটি টহল টিম মিনঝিরি পাড়া এলাকায় গমন করেন। তারা আশা করছে খুব দ্রুত অপহরনকৃত ড্রাইভারকে খুঁজে বের করতে পারবে। নিখোঁজ এলাকার আশেপাশের সকল স্থানগুলোতে তল্লাশি চালাচ্ছে।
Leave a Reply