শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৫১ অপরাহ্ন
রিমন পালিত, ষ্টাফ রির্পোটারঃ
বান্দরবানের রুমা উপজেলায় অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসী কতৃক ৪ জন অপহরণের খবর পাওয়া গেছে।
বিশেষ সূত্রে, আজ ২৫ জানুয়ারী শুক্রবার দুপুরে ২ নং রুমা সদর ইউনিয়নের পান্তলা পাড়া পান্তলা ঘাট নামক স্হান থেকে গাছের মাঝি (লেবার) ১। মো:নুরুল আলম (৫০),পিতা: অঙ্গাত, সাং:বালাঘাটা, বান্দরবান, ২। আহম্মদ কবির (৪৫),পিতা: অঙ্গাত, সাং: চন্দনাইশ ৩। জমির হোসেন(৪০) পিতাঃ অজ্ঞাত, গ্রামঃ টইটং, পেকুয়া, কক্সবাজার ৪। আনসার আলী(৩৫), পিতাঃ অজ্ঞাত কে ১০-১২ জন অঙ্গাত সশস্ত্র সন্ত্রাসী অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেছে।
৫ ঘটিকার সময় অপহরণ কারীরা (০১৫০৫৮৪০১০২) নাম্বার হতে কাঠের মালিকের কাছে ০২ লক্ষ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করছে বলে জানা যায়।
এই বিষয়ে রুমা থানার অফিসার ইনচার্য আবুল কাসেমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, এখনো সুর্নিদিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি ,তবে ঘটনার সত্যতা যাচা্ইয়ের চেষ্টা চালানো হচ্ছে ।
Leave a Reply