শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:১৪ পূর্বাহ্ন
মংহাইথুই মারমা,রুম প্রতিনিধিঃ
বান্দরবানে রুমা উপজেলার ডিলার মের্সাস ইউনুচ এ্যান্ড ব্রার্দাস ও মের্সাস মুরাদ স্টোর দুই দোকানদার অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামসুল আলম।
আজ মঙ্গল(২১এপ্রিল) বিকালে ডিএপি সার নির্ধারিত মূল্য চেয়ে বেশি দামে বিক্রি করা এবং মূল্য তালিকা প্রদর্শণ না করার মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা পৃথক দুটি মামলা দায় করেছে।
সূত্রে, ডিলার মের্সাস ইউনুচ এ্যান্ড ব্রার্দাস দোকানদারকে ৫হাজার টাকা জরিমানা ও ও মের্সাস মুরাদ স্টোর দোকানদারকে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্যে বলেন, প্রথমবারের মত অল্প টাকা জরিমানা করে তাদেরকে সর্তক করা হয়। পরবর্তীতে যদি কোন ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি করে তাহলে তাকে জেল এবং জরিমানা সহকারে উভয় দন্ডে দন্ডিত করা হবে।
অধিক দামে সার বিক্রি করার ক্ষেত্রে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ও গাফলতি থাকতে পারে বলে এলাকাবাসিরা ধারণা করছে।
Leave a Reply