রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান রুমা উপজেলায় উন্নয়ন বোডের্র ৩টি প্রকল্পে ১ কোটি ৬১ লাখ, বান্দরবান জেলা পরিষদের ৫টি প্রকল্পে ৬০ লাখ টাকা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণসহ মোট ৯টি প্রকল্পে ৩ কোটি ২১ লাখ টাকা ভিত্তির প্রস্তর ও উদ্বোধন করলেন প্রতি মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ শনিবার ২৫ শে আগষ্ট সকাল ১০ ঘটিকার সময় রুমা উপজেলার বিভিন্ন এলাকায় এই প্রকল্পগুলো ভিত্তি প্রস্তর ও উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুন জামান, বান্দরবান উন্নয়বোর্ডের প্রকৌশলী ইয়াসির আরাফাত, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, মোজাম্মেল হক বাহাদুর, সিয়ং ম্রো, ইউ এনও শামসুল আলম, উপজেলা চেয়ারম্যান অংথোয়াই চিং মারমাসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকার জনগণ বান্ধব সরকার। পার্বত্য এলাকায় সুখে দু:খে বর্তমান সরকার জনগনের পাশে রয়েছে। আগামীতেও জনগনের পাশে থাকতে চায়।
বিভিন্ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি,পাইন্দু ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দু:স্থ পরিবারের মাঝে সোলার প্যানেল,ঢেউটিন,জেনারেটর এবং নগদ অর্থ প্রদান করা হয়। শেষে বিকালে রুমা আওয়ামী লীগের একটি সভায় যোগদান করেন।
Leave a Reply