সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৬:৩৬ অপরাহ্ন
মংহাইথুই মারমা,রুমা প্রতিনিধিঃ
বান্দরবানে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে ২লক্ষ টাকা সরকারি প্রকল্পে বাস্তবায়নে পাইন্দু হেডম্যান পাড়া,চান্দা পাড়া, নিয়াংখ্যং পাড়া,চাইরাগ্র পাড়া ও যুবরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৬০জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি সভাপতি মংপাইখই মারমা গংবাসে মারমাসহ শিক্ষকেরা প্রমুখ।
শিক্ষা সামগ্রী বিতরণকালে পাইন্দু চেয়ারম্যান বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। পড়ালেখায় যথেষ্ট আগ্রহ, ইচ্ছা শক্তি ও বড় হওয়ার স্বপ্ন থাকলেও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে ঝড়ে পড়তে হয় অনেক মেধাবী শিক্ষার্থীদের। যার কারনে মেধাবী হওয়া সত্ত্বেও অকালে ঝড়ে পড়তে হয় মৌলিক অধিকার নামক শিক্ষা থেকে। এ ধরনের কার্যক্রম প্রতি বছরই অব্যাহত থাকবে। সুবিধা বঞ্চিত এসব শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসা একটি মহত গুণ। তাই সবাইকে এসব সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসা প্রয়োজন।
Leave a Reply