শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫২ পূর্বাহ্ন
মংহাইথুই মারমা, রুমা প্রতিনিধি:
বান্দরবানে রুমা উপজেলার চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৭জন শিক্ষার্থী।
আজ রোববার (১৭ নভেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা অঞ্জন চক্রবর্তী সূত্রে জানা যায়, প্রথম দিন অনুষ্ঠিত ইংরেজী পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৭জন। এর মধ্যে পরীক্ষার্থী উপস্থিত ছিল ৩৪০জন। এতে ছাত্র ১৭২জন ও ছাত্রী ১৬৮জন। উপজেলার ১টি কেন্দ্রে সকাল সাড়ে ১০টা থেকে ১টা পযর্ন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সরকারি ও বেসরকারি মোট ৪২টি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষার্থী অংশ নেন।
কেন্দ্র সচিব দেলোয়ার হোসেন স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, এবারে পিএসসি পরীক্ষার বান্দরবান জেলা প্রশাসক থেকে সাংবাদিকদের ছবি তোলার অনুমতি না দেওয়া পরীক্ষা হলের প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে বলে এমনটায় জানিয়েছে। তবে এ বছরে প্রথম দিনের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
আরো জানান, কোনো ছাত্র-ছাত্রী নকলের আশ্রয় না নেওয়ায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।
Leave a Reply