মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০২:০৪ অপরাহ্ন
মংহাইথুই মারমা,রুমা প্রতিনিধিঃ
রুমার মিনঝিড়ি পাড়ার পরম পূজনীয় ৫ম তম সংঘরাজ ভদন্ত উ: সাসনা মহাথের ২য় তম মৃত্যুবাষির্কী উপলক্ষে রুমায় আকাশ বাজিঁ ফুটিয়ে সাদা রংঙ্গের ফানুঁস উড়িয়ে মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানিকতা উদ্ধোধন করেন ২নং সদর ইউপি চেয়ারম্যান শৈবং মারমা(শৈমং)।
হাতিমাথা পাড়ার উদ্যোগে ২১ জানুয়ারী সন্ধ্যার ৭টার সময় রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফানুঁস উড়িয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
ভদন্ত উ: সাসনা জীবন সংক্ষিপ্ত পরিচিতিঃ ২৯শে জুন ১৯২৯খ্রিস্টাব্দে হাতি মাথা পাড়ার গরীব পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা, স্বর্গীয় হ্লাচাইউ মারমা, মাতা স্বর্গীয় পাইওয়াইপ্রু মারমা পরিবারের সদস্য ৪জন ছিলেন। ২০বছর বয়সে বৌদ্ধ ভিক্ষু হিসেবে উপ-সম্পদা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তাঁর বর্ষাবাস বা ওয়া-৬৮। ১৯৬৩ সালে রোয়াংছড়ি উপজেলায় ক্যকক্রী পাড়া বৌদ্ধ বিহারে এক বছর বিহারাধ্যক্ষ হিসেবে ছিলেন তিনি। ১৯৬৪ সালে মিনঝিড়ি পাড়া বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। তারঁ বৃক্ষরোপন অবদানের জন্য ১৯৯৯সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিকট থেকে প্রাপ্ত স্বর্ণপদক লাভ করেন। পরে ২০০৮ সালে ২৩শে র্মাচ,পার্বত্য ভিক্ষু সংঘের ৫ম নিকায়ে সংঘরাজ হিসেবে অর্পিত দায়িত্ব গ্রহণ করেন। ২০১৮সালে ১৩ই জানুয়ারি রাত ৯টার ৫৩মিনিটে মিনঝিড়ি পাড়া বৌদ্ধ বিহারে বার্ধক্যজনিত কারণে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মহান প্রয়াত কালে তাঁর বয়স ৮৯বছর ও উপসম্পাদা গ্রহণে বর্ষাবাস-৬৪বছর।
Leave a Reply