শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ পূর্বাহ্ন
মংহাইথুই মারমা,রুমা প্রতিনিধিঃ
২০২০ বিশ্ব খাদ্য কর্মসূচী( WFP) উদ্যোগে রুমা উপজেলায় প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভিটামিনযুক্ত খেজুর বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুর সাড়ে ১২টায় বগামুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক উদ্বোধনি সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন WFP প্রতিনিধি কোয়াইনু প্রু মারমা, সহকারি শিক্ষা অফিসার অঞ্জন চক্রবর্তী, গ্রাউসের উপ-পরিচালক মংথোয়াইচিং মারমা ও প্রধান শিক্ষক আবুল বশর নয়ন। সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি উহ্লামং মারমা।
WFP প্রতিনিধি কোয়াইনুপ্রু বলেন রুমা উপজেলায় ৩৭টি সরকারি ও ৩টি বেসরকারি সহ উন্নয়ন বোর্ড পরিচালিত ৭২ প্রাড়া কেন্দ্রে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের এই ভিটামিনযুক্ত খেজুর বছরে একবার করে বিতরন করা হচ্ছে। তার পাশাপাশি শিক্ষার্থীদের ভিটামিন বিস্কুটও বিতরণ অব্যাহত থাকবে।
পরে ভিটামিনযুক্ত খেজুর প্রতি ছাত্রের মাঝে ২কেজি করে বিতরণ করা হয়।
Leave a Reply