সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৬:২২ পূর্বাহ্ন
রুম সংবাদদাতাঃ
পাইন্দু ইউনিয়নে প্রতিটি স্কুলের ছাত্র ছাত্রীরা যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চায় নিজেদের নিয়োজিত করতে পারে তার জন্য স্থানীয় সরকার বিভাগে আওতায় এলজিএসপি-৩ অর্থবছর ২০১৮-২০১৯ প্রকল্পে বান্দরবানে রুমা পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমা ছাত্রছাত্রীদের মাঝে ক্রীড়া সরঞ্জাম ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
আজ মঙ্গলবার(১৮আগস্ট) সকালে রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদ কার্যলয়ে ক্রীড়া সরঞ্জাম ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা, পাইন্দু ইউনিয়নে ৪,৫ ও ৬ ওয়ার্ডে সংরক্ষিত সদস্য(মহিলা মেম্বার)জিরসামকিম বমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষগণ প্রমূখ।
এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন, পাহাড়ের দুর্গম এলাকা গুলোও যাতে শহর অঞ্চলের স্কুলের মতো সকল সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না হয় সেদিকে সকলকে নজর দিতে হবে।
পরে বিভিন্ন স্কুলের ব্যাগ, বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, ফুটবল,ক্রিকেট ব্যাট ও বল, জ্যামিটি বক্স ও কেরাম বোর্ড তুলে দেন।
Leave a Reply