বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন
মংহাইথুই মারমা,রুমা প্রতিনিধি:
বান্দরবানে রুমা উপজেলা সেনাবাহিনীর অভিযানে ফরেস্ট বাগান থেকে লুটপাটের ১০০পিস কাঠ জব্দ করা হয়েছে।
আজ দুপুর ১টার দিকে রুমা-বগালেক সড়কের ১১মাইল শৈরাতং পাড়ার গভীর জঙ্গল ঝিড়ির নিচ এলাকার ৩৫৩নং কোলাদি মৌজার আওতাভুক্ত সরকারি বনাঞ্চল থেকে বিপুল পরিমাণে গাছ গোয়েন্দা সংস্থা সহযোগিতায় জব্দ করা হয়েছে এক সেনা দল।
এলাকার সূত্রে জানায়, রুমা উপজেলার শ্রমিকলীগের সভাপতি চাইশৈহ্লা মারমা নামে এক ব্যক্তির সরকারি ফরেস্ট বনাঞ্চল থেকে কাঠগুলো অবৈধভাবে পাচাঁর করা হয়েছে বলে এমনটাই জানিয়েছে।
গোপন সূত্রে জানা যায়,বান্দরবানে জেলার শহরের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মো: হারুন রশিদ ও মনসুর সওদাগরের সহযোগিতায় রুমা উপজেলা শ্রমিকলীগের সভাপতি সরকারি বনাঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছ দিন-দুপুরে কেটে ভোর রাতের ট্রাকের করে পাচাঁর করে আসছে। এ বিষয়ের সাথে বন বিভাগে র্কমচারীরা সংশ্লিষ্ট আছে বলে এমনটাই জানা গিয়েছে।
ঐ এলাকার সেনা জোন কমান্ডার পিএসসি লে.কর্ণেল মো: আকবর হোসেন নেতৃত্বে এক সেনা দল শনিবার দুপুর কাঠগুলো জব্দ করা হয়েছে। আরো জানান, জব্দ করা কাঠ এর বিষয়ে রুমা থানায় মামলা করা হবে।
Leave a Reply