শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৪:২৯ পূর্বাহ্ন
মংহাইথুই মারমা,রুমা প্রতিনিধিঃ
করোনাভাইরাস থেকে মুক্তি পেতে সেনাবাহিনী ও পুলিশ সরকারের নির্দেশনামূলক দায়িত্ব পালন করতে নিয়মিত মাঠে কাজ করছে। এতে সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর অবস্থানে আছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্দেশনা অমান্য করলে শাস্তি।
আজ সোমবার সকালে রুমা হাটবাজার এলাকার সেনাবাহিনী টহল করে বিভিন্ন অলিগলিতে মাইকিং করে পুনরায় হাটবাজার বন্ধের সতর্কীকরণ করা হয়েছে।
হাটবাজার এলাকার সরেজমিন গিয়ে দেখা যায়, সরকারের নির্দেশিত নিয়মকানুন মেনে চলছে স্থানীয় লোকজন ও দুর্গম এলাকা থেকে আসা গ্রামাণঞ্চলে লোকেরা। তবে হাটবাজারে ক্রেতা-বিক্রেতাদের বন্ধ মানতে চায়ছে না অনেকে। ঠিক এমতায় ঘটেছে আজকে হাটবাজারে।
উহ্রাচিং মারমা বলেন, আমরা হোম কোয়ারেন্টাইনে আছি, বাড়িতে রান্না করে খাওয়ার জন্য কোন শাক সবজি নেয়। হাট বাজার ছাড়া এসব কাঁচামাল কেনা সম্ভব নয়। জনসমাগত দুরত্ব রেখে যদি বাজার ব্যবস্থা করা যেত তাহলে আমাদের জন্য খুব ভাল।
বিক্রেতাদের মাঝে জানতে চাইলে তারা বলেন, আমরাতো খেতে খাওয়া মানুষ। দিনে রোজগার করে দিনে খাই। তাই পরিবারকে দুই মুঠো ভাত খেতে আমাদের এ নিয়মকানুন মানতে অসুবিধা হচ্ছে। করোনা ভাইরাস একটি মারাত্মক রোগ। তাই মরার ভয় সবারই থাকে, কিন্তু পরিবারকে সামলাতে বাধ্য হয়ে বিক্রি করতে হয়।
Leave a Reply