রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৪ অপরাহ্ন
মংহাইথুই মারমা,রুমা প্রতিনিধিঃ
বান্দরবান রুমা উপজেলার চার দিন পরপরই ১৯ ঘন্টার অভিযানে আবারো পপি (আফিম) ক্ষেত ধ্বংস করল সেনাবাহিনী।
মঙ্গলবার ভোর ৪টা থেকে রাত ১০টার পর্যন্ত রুমা জোন ২৭ ই সদর হতে ক্যাপ্টেন মো: আশিকুর রহমান এর নেতৃত্বে একটি সেনাবাহিনী স্পেশাল টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বগালেক ক্যাম্প হতে উত্তর-পূর্ব দিক থেকে ৮ থেকে ৯ কি: মি: গহিন পাহাড়ের ঝিরির পাশে , সাইকট পাড়া ও খুলিয়ান খুমি পাড়া এলাকায় বিভিন্ন স্থানে সাহসী অভিযান চালিয়ে বিশাল পরিমানের ১০/১১ টি স্থানে অজ্ঞাত পাহাড়ী ব্যক্তিদের প্রায় ১০ – ১১ একর (আফিম) পপি ক্ষেত ধ্বংস করা হয়।
এতে ঐ এলাকায় সেনাবাহিনীর উপস্থিতে বুঝতে পেরে এলাকার লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম আকবর পিএসসি বলেন, আফিম চাষ হচ্ছে একটি বিষাক্ত নেশা জাতীয় গাছ, যা থেকে হিরোইন ও আফিম তৈরি করা হয়। যা খেয়ে সমাজের হাজার হাজার মানুষ মাদকাসক্ত হচ্ছে এবং মুত্যুর কোলে ধেলে পরছে। তাই এ ধরনের বিষাক্ত আফিন চাষ রুমা দুর্গম পাহাড়ী এলাকায় যেখানেই চাষ করা হোক না কেন ভবিষ্যতে আমাদের সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply