শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০২:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীতে রেল দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেছেন রেলমন্ত্রী মজিবুল হক। এ সময়ে তিনি দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করার আশ্বাস দেন। এছাড়া নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করার কথাও বলেন।
রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন রেলপথ মন্ত্রী। প্রায় ঘণ্টাখানেক তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি আহতদের খোঁজখবর নেন।
মন্ত্রী জানান, এ ঘটনায় কারণ অনুসন্ধানে তিনি তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। তিন কার্যদিবসের মধ্যে এই কমিটি প্রতিবেদন দেবে। তিনি রাত পৌনে আটটার দিকে হাসপাতাল ত্যাগ করেন।
রবিবার দুপুর ১২টার দিকে গাজীপুরের টঙ্গীতে একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত হন। আহত হয়েছেন আরও অনেকে।
Leave a Reply