সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:৪৮ অপরাহ্ন
মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতনিধিঃ
রোয়াংছড়ি উপজলো ১নং রোয়াংছড়ি সদর ইউনয়িনে একতা ক্রেডেট ইউনয়িন সমতিরি আয়োজনের ৪থ বার্ষিকি সাধারণ সভা উপজলো পরষিদরে মলিনায়তনে অনুষ্ঠতি হয়। সভায় সাধারণ সম্পাদক সাংনোয়াম বম সঞ্চালনা ২০১৭-১৮ র্অথ বছররে ১৯ লক্ষাধকি টাকা ঋণ বিতরণ সংক্রান্তে আয় এবং ব্যয়ের হিসাবগুলো মাল্টিমিডিয়ার মধ্যে দিয়ে উপস্থাপন করনে।
আজ শনবিার ২০ অক্টোবর সকাল ১০টা “আমাদরে ক্রডেটি, আমাদরে র্গব র্অথনতৈকি ও সামাজকি ভাবে হবে সমৃদ্ধ” এ শ্লোগানকে সামনে রখেে উপজলোর চত্ত্বর থকেে র্বণাঢ্য র্যালী বরে হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষণি করে উপজলো পরষিদরে মলিনায়তনে এসে শষে হয়। ধীরনে ত্রপিুরা সঞ্চালনায় একতা ক্রডেটি ইউনয়িন সমতিরি সভাপতি থোয়াইনুমং মারমা সভাপতত্বিে প্রধান অতথিি হসিবেে উপস্থতি ছলিনে উপজলো পরষিদরে চয়োরম্যান ক্যবামং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজলো পরষিদরে মহলিা ভাইস চয়োরম্যান মাউসাং মারমা, রোয়াংছড়ি ইউপি সাবকে চয়োরম্যান অংশমৈং মারমা, বসেরকারি সংস্থা করতিাসরে র্কমসূচীর র্কমর্কতা রমেন আসাম, স্টিফেন ত্রিপুরা, কোষাধ্যক্ষ সাচিং মারমা প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা চয়োরম্যান ক্যবামং মারমা বলনে, সরকারি পাশাপাশি নিজেদের উদ্যোগে সমিতির ঋণ র্কাযক্রম পরিচালনার মাধ্যমে আর্থিক স্বচ্ছল হওয়া একান্ত প্রয়োজন। আগামীতে আরো উদ্যোগী হয়ে সার্বিক সহায়তা প্রদানে আহ্বান জানান।
Leave a Reply