শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৩ অপরাহ্ন
মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আসন্ন একদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্যে রোয়াংছড়ি বাজার মাল্টিপারপাস মিলনায়তনে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার ১৮ নভেম্বর সকাল সাড়ে ১০টা অনুষ্ঠিত সভায় উপজেলার আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রোয়াংছড়ি উপজেলা নির্বাচন পরিচালনার কমিটি সভাপতি একেএম জাহাঙ্গির। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা, জেলা পরিষদের অন্যতম সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নেইতন বুইতিং, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক জনমজয় তঞ্চঙ্গ্যা।
এছাড়া জেলা ও উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ধারাবাহিকভাবে পাহাড়ে উন্নয়ন দেখতে চাইলে আওয়ামী লীগ ছারা আর গতি নায়। উন্নয়ন দেখতে চাইলে নৌকা প্রতিকে ভোট দিতে হবে। চলমান উন্নয়ন হচ্ছে বাংলাদেশের একটি অংশ। তাই একাদশ জাতীয় সংসদ নিবার্চনে বীর বাহদুরকে নির্বাচিত করার আহবান জানান।
Leave a Reply