শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৪২ অপরাহ্ন
মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের রোয়াংছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৮ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে শনিবার ৮ই সেপ্টেম্বর সকাল ১০টায় বার্ণঢ্য র্যালী বের হয়ে রোয়াংছড়ি বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রোয়াংছড়ি উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে রোয়াংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু ছালেহ সরকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা। আরও উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার মোঃ নুরনবী, রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক তপন কান্তি দাশ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু ছালেহ সরকার বক্তব্যে বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার জ্ঞান ধনরত্ন চেয়েও অতি মূল্যবান।
Leave a Reply