শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:২৯ অপরাহ্ন
মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি:
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা ২নং তারাছা ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হত দরিদ্রদের মাঝে ইউনিয়ন পরিষদের সাব অফিসের ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার ১৩ আগস্ট সকাল সাড়ে ৯টায় রোয়াংছড়ি উপজেলায় ২নং তারাছা ইউনিয়নে চেয়ারম্যান, উথোয়াইচিং মারমা ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ও ট্যাগ অফিসার আক্তার উদ্দিন এর উপস্থিতিত্বে ১ হাজার ৭শত পরিবারকে ২০ কেজি হারে ভিজিএফ চাউল বিতরণ করা হয়।
এছাড়া উপস্থিত ছিলেন তারাছা ইউনিয়নে স্বস্ব ওয়ার্ডে সংশ্লিষ্ট ইউপি মেম্বার, ইউপি সচিব মংচাই চাক, উপজেলা ত্রাণ অফিসের স্টাফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গগণ।
এসময় চেয়ারম্যান উথোয়াইচিং মারমা বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা এর উপলক্ষে দু:স্থ পরিবারকে সরকারি বরাদ্দকৃত ভিজিএফ চাউলগুলো যথা সময়ে বিতরণে চেষ্টা করছি। তবে এবারের মধ্যে ঈদুল আযাহা উপলক্ষে তারাছা ইউনিয়নে ৩৫ মিট্রিকটন চাউল বরাদ্দ পেয়েছি। এলাকায় ২০ কেজি পরিমাণে চাউল পেয়ে আনন্দ বিরাজ করছে।
Leave a Reply