মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবান রোয়াংছড়িতে পালিত হয়েছে জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে ঢাকায় পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার সেই বিয়োগান্তক ঘটনার স্মরণে গণহত্যা দিবস পালিত হচ্ছে।
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বর্বর পাক বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। ঢাকাসহ দেশের অনেক স্থানে মাত্র এক রাতেই হানাদাররা নৃশংসভাবে হত্যা করেছিল অর্ধ লক্ষাধিক বাঙালিকে।
রোয়াংছড়িতে এই দিবসটি উপলক্ষে মোঃ নুুুুরনবী সঞ্চচালনায় সভায় স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা, তানজির আজাদ। আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
আরো উপস্থিত ছিলেন সৈয়দ গোলাম আশরাফ, জনস্বাাস্থ্য প্রকৌশলী, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক এবং শিক্ষার্থীরা।
Leave a Reply