মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবান রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। “দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এই শ্লোগানে আজ রবিবার (১০ই মার্চ) সকালে রোয়াংছড়ি উপজেলা চত্ত্বর থেকে শুরু করে র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করা হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা। আরো উপস্থিত ছিলেন ৪নং নোয়াপতং ইউপি’র চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি’র চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ২নং তারাছা ইউপি’র চেয়ারম্যান উথোয়াইচিং মারমা, রোয়াংছড়ি উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন লিডার উচিংমং মারমা, স্যাপলিং প্রকল্পে দুর্যোগ অফিসার আবদুর রবসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা এবং শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, রোয়াংছড়ি উপজেলায় কালবৈশাখীর ঝড়ে যেকোন সময় পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। তাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সভায় প্রধান অতিথি ক্যসাইনু মারমা বলেন, রোয়াংছড়ি তারাছা ইউপির কিছু কিছু ম্রো গ্রাম উচ্ছেদ হয়ে যাচ্ছে। তার কারণ পাথর উত্তোলনের ফলে ঝিড়িতে পানি শুকিয়ে যাচ্ছে। তাদের এই পানির অভাবে নিজেদের ইচ্ছায় গ্রাম থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, গত বারে রোয়াংছড়ি উপজেলায় ৪নং নোয়াপতং ইউপি’র কানাইজো পাড়ায় হঠাৎ ভাবে শীলা বৃষ্টি ও দমকা হাওয়ায় ২৭টি বসতবাড়ি লন্ডভন্ড হয়েছে। সেজন্য সবাইকে আরও সর্তক হতে হবে, প্রতিটি বাড়িতে গিয়ে দুর্যোগকালীন প্রস্তুতি সম্পর্কে সবাইকে আরও সচেতন করতে হবে। যেন অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে।
উক্ত দিবসে রোয়াংছড়ি উপজেলা স্যাপলিং প্রকল্পের মাধ্যমে দুর্যোগ বিষয়ে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা করা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply