রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৬ অপরাহ্ন
মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবান রোয়াংছড়িতে “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে পালিত হলো জাতীয় যুব দিবস- ২০১৮ উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১লা নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ফানুস উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোয়াংছড়ি যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা। আরও উপস্থিত ছিলেন নোয়াপতং ইউপি’র চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলুপ্রূ মারমা, আলেক্ষ্যং ইউপি’র চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ ও জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুবরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে যুব ঋণ ও সনদপত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ক্যবামং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।
Leave a Reply