শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:৫৭ অপরাহ্ন
মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানে রোয়াংছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটি কর্তৃক আয়োজিত আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২৯ অক্টোবর দুপুর ১২টা আয়োজিত অনুষ্ঠানে রোয়াংছড়ি আদর্শ সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক উচহ্লা মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবু ছালেহ সরকার, এসএমসি কমিটি সভাপতি অংশৈচিং মারমা, দৈনিক ভোরের কাগজ, উপজেলা প্রতিনিধি সাথোয়াইঅং মারমা প্রমুখ। অনুষ্ঠানে সহকারী শিক্ষক তপন দাশ সঞ্চালনায় বক্তব্য রাখেন সদ্য পদোন্নতি পাওয়ার প্রধান শিক্ষক মাসাওয়াং মারমা।
এসময় প্রধান অতিথি চেয়ারম্যান ক্যবামং মারমা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা পদ্ধতি মানুষের জ্ঞানের বিকাশ ঘটায়। মানুষের চেতনার মানকে উন্নত করে। সৃজনশীল ও সৃষ্টিশীল চিন্তাধারাকে উজ্জ্বীবিত করে। এ জ্ঞানের আলোতে মানুষকে নতুন কিছু তৈরি করতে সাহায্য করে। তাই দেশ ও জাতির সমৃদ্ধির জন্য প্রয়োজন শিক্ষা জ্ঞানের আলোকিত মানুষ।
Leave a Reply