বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:০৮ পূর্বাহ্ন
মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবান রোয়াংছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামে ২য় তম কাউন্সিল ও আলোচনা সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় আনন্দ র্যালীর মাধ্যমে রোয়াংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোয়াংছড়ি উপজেলা শাখা ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের আয়োজিত অনুষ্ঠানটি উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা।
রোয়াংছড়ি উপজেলা শাখা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি যাকোব ত্রিপুরা সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধুরাম ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও সভাপতি ত্রিপুরা কল্যাণ সংসদ, বান্দরবান পার্বত্য জেলা। অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা শাখা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক ডালিম ত্রিপুরা সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট খুশীরায় ত্রিপুরা, জেলা ব্যবস্থাপক, ইউএনডিপি, বান্দরবান পার্বত্য জেলা।
আলোচনা শেষে ত্রিপুরাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে অনুষ্ঠানটি সমাপ্তি করা হয়।
Leave a Reply