শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ অপরাহ্ন
মংক্যাইনু মারমা,রোয়াংছড়ি প্রতিনিধি:
আজ শুক্রবার ২৭ জুলাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের আষাঢ়ী পুর্ণিমা। বান্দরবান রোয়াংছড়িতে কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার, তাইম্রং ছড়া বিহার ও বটতলী বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে চলছে পিন্ডদান (ছোয়াইং দান), প্রার্থনা, প্রদীপ প্রজ্জ্বলন।
বিকাল ৩ টায় রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে বুদ্ধ মূর্তি স্নান করা হয়। সে সময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ক্যবামং মারমা, রোয়াংছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা,ঘেরাউ মৌজা হেডম্যান শৈসাঅং মারমা প্রমুখ সহ দায়ক-দায়িকাবৃন্দ।
বুদ্ধ মূর্তি স্নান শেষে বিহারাধ্যক্ষ উঃ বিচারিন্দা মহাথের, সংঘরাজ, পার্বত্য বৌদ্ধ সংঘ নিকায় কর্তৃক ধর্ম দেশনা প্রদান করেন। সন্ধ্যায় উক্ত বিহার প্রাঙ্গণে হাজার বাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ভিক্ষুগণ ও গৃহীরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আষিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষবাস করবেন।
Leave a Reply