শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:০৮ অপরাহ্ন
মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধিঃ
“নারীর কথা শুনবে বিশ্ব-কমলা রঙের নতু দৃশ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান রোয়াংছড়িতে বেগম রোকেয়া দিবস-২০১৮ পালিত হয়েছে।
আজ রবিবার ৯ই ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে প্রধান,প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরনবী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা। এছাড়াও উপজেলা মহিলা ও শিশু তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায়, দুর্নীতি দমন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উথোয়াইক্রই মারমা সহ সমাজ জাগরণের মহিলাগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি মোঃ নুরনবী বক্তব্যে বলেন, রংপুরে পায়রাবন্দ গ্রামে জন্ম গ্রহণ করেন বেগম রোকেয়া (১৮৮০ সালের ৯ই ডিসেম্বর)। তিনি রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। তবে ঊনবিংশ শতাব্দীর এই খ্যাতিমান বাঙ্গালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তাই যথাযথভাবে পালিত হয়ে আসছে বেগম রোকেয়া দিবস ।
Leave a Reply