মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় প্রথম নারী শিক্ষক শ্রীমতী মৌখয়প্রু মারমা’র দাহক্রিয়া সম্পন্ন।
আজ বুধবার ২৭ ফেব্রুয়ারী বিকাল ২ টায় রোয়াংছড়ি কেন্দ্রীয় শ্বশানে তাঁর প্রাক্তন ছাত্র-ছাত্রী ও আত্মীয়, স্বজনসহ পাড়াবাসীগণ ভিক্ষু সংঘের নিকট পঞ্চশীল গ্রহণ ও সইং নৃত্যের মধ্যদিয়ে শ্রীমতী মৌখয়প্রু মারমা কে দাহক্রিয়া করা হয়।
সূত্রে জানা যায়, শনিবার (২৩ ফেব্রুয়ারী) রাত ১০ টা ১৫ মিনিটে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে প্রথম নারী শিক্ষক শ্রীমতী মৌখয়প্রু মারমা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স ছিল ৭৪ বছর। অত্র উপজেলায় প্রথম নারী শিক্ষক হিসেবে তিনি রোয়াংছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে শিক্ষকতা থেকে অবসর নিয়ে রোয়াংছড়ি বৌদ্ধ বিহারে সাধুমা হয়ে জীবন যাপন করেন।
উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা বলেন, রোয়াংছড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা, আমার প্রাথমিক শিক্ষা জীবনের শিক্ষিকা, এলাকার প্রথম নারী শিক্ষক এবং সাধারণ শিক্ষা লাভের কাজে অগ্রণী ভূমিকা পালনকারিণী মহিয়ষী নারী শ্রীমতী মৌখয়প্রু মারমা । তাঁর অনেক ছাত্র-ছাত্রী বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত। তাঁর সুগতি কামনা করি।
Leave a Reply