বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন
সংক্যাইনু মারমা,রোয়াংছড়ি প্রতিনিধিঃ
যথাযত মর্যাদায় উৎসব মুখর পরিবেশে ভাবগাম্ভির্যে ও বিন¤্র শ্রদ্দায় বৌদ্ধদের ধর্মীয় মহোৎসব বুদ্ধ (বৈশাখী) পূর্ণিমা উপলক্ষে সারা দেশের ন্যায়, প্রতি বছর বৌদ্ধ সম্প্রদায়ের বান্দরবান রোয়াংছেিত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে অন্যতম প্রধান ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)
রোয়াংছড়িতে এ উপলক্ষে রবিবার সকাল ৯ ঘটিকায় বিহার প্রঙ্গনে, ধর্মীয় সূত্র ত্রিপিটকসহ পঞ্চশীল, অষ্ঠশীল গ্রহণ শেষে বোধিবৃক্ষে চন্দন জল সিঞ্চনের মধ্য দিয়ে বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহাঃ সংঘরাজ ও রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উঃ বিচারিন্দা মহাথের উপস্থিতিতে, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা,রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমাসহ বিভিন্ন বয়সের দায়ক-দায়িকাগণ ও ধর্ম প্রাণ নর-নারীরা স্বতঃস্ফ’র্তভাবে অংশগ্রহন করেন।
গৌতম বুদ্ধের শুভজন্ম,বোধীজ্ঞান লাভ ও মহা পরিনিবার্ণ লাভ সহ এই ত্রিস্মৃতি বিজরিত বৈশাখী পূর্ণিমা বৈৗদ্ধ সম্প্রদায়ের শ্রেষ্ঠতম প্রধান ধর্মীয় উৎসব আমেজ বইছে। দেশের সব বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এটি বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্মমতে,আজ থেকে ২ হাজার ৫৫৭ বছর পূর্বে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আর্বিভ’ত হয়েছিলেন।
পৃথিবীতে সকল জীবের কল্যাণে এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা,সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন।
Leave a Reply