রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২২ অপরাহ্ন
মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধিঃ
উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে রোয়াংছড়ি উপজেলায় একটি মাত্র পূজামন্ডপ শ্রী শ্রী হরি ও সার্বজনী কেন্দ্রীয় শ্যামা মন্দিরে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সারদীয় দূর্গোৎসব শেষ হয়েছে। শুক্রবার ১৯ অক্টোবর বিকাল ৫টায় শারদীয় দূর্গোৎসব ৪ দিনব্যাপি উদযাপনের শেষে দশমীতে প্রতীমাকে বিসর্জন দেন।
জানা গেছে, শারদীয় দূর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ সপ্তম্যদি কল্পরম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্ত ষষ্ঠাদি কল্পরম্ভ, রোধন আমন্ত্রণ, অধিবাস ও ষষ্ঠীপূজার মধ্যদিয়ে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে চড়ে মর্ত্যলোকে এসেছেন। এ দেবী স্বর্গালোকে বিদায় নিয়েছে দোলাই চড়ে। অনুষ্ঠান চলাকালে পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, রোয়াংছড়ি উপজেলায় একটি মাত্র স্থায়ী পূজামন্ডপ রোয়াংছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী হরি ও শ্যামা মন্দিরে সর্বজনীনভাবে এ শারদীয় দূর্গাউৎসব অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালিদের ব্যাপক অংশগ্রহণে হিন্দুদের শারদীয় দূর্গা উৎসবের সম্প্রীতি বন্ধন হিসেবে আনন্দ মেলা পরিণত হয়েছে। স্থানীয় মারমা, তঞ্চঙ্গ্যা ও বড়ুয়া সম্প্রদায়ের নারীদের ও পূজামন্ডপে মোমবাতি প্রজ্জ্বলনে পূজায় অংশ নিতে দেখা গেছে। প্রতিমা বিসর্জনের পাশাপাশি নারীদের সিধুর খেলা এবং নৃত্য তালে তালে নারী পুরুষদের রং খেলা মাধ্যমে উপভোগ করেছে।
উৎসব উদযাপন কমিটি সভাপতি লিটন দত্ত জানায়, দূর্গোৎসব সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উদযাপনের লক্ষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ প্রশাসনে পাশাপাশি স্বেচছাসেবক হিসেবে মহিলা ও পুরুষ আনসার ভিডিপি নিয়োগ করে পূজামন্ডপ এলাকার নিরাপত্তা প্রহরায় দিচ্ছে। পূজা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উদযাপিত হচ্ছে।
Leave a Reply