রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন
মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি(বান্দরবান) প্রতিনিধি :
গত শনিবার (১৪ই জুলাই) সারা দেশে ভিটামিন ‘এ‘ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে । রোয়াংছড়িতেও সকাল ৮.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হয়েছে হাজারো শিশুকে।
রোয়াংছড়ির নিকটস্থ টিকাদান কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুলোতে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হয় । রোয়াংছড়ি উপজেলায় ৯৭টি কেন্দ্রের মধ্যে মোট ৩ হাজার ৬শত ২৫টি ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে জানান, রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য পরিদর্শক, উথোয়াইখয় মারমা।
এর মধ্যে রোয়াংছড়ি সদর কেন্দ্রে ক্যাম্পেইন তদারকি করেন সাংনোয়াম বম, (এফপি) পরিবার পরিকল্পনা পরিদর্শক। উক্ত কেন্দ্রে মাসাচিং মারমা, পরিবার পরিকল্পনা কর্মী বলেন ৬–১১ বছর শিশু ১৩ জন এবং ১২–৫৯ মাস শিশু ১০০ জনকে ভিটামিন খাওয়া হবে। রোয়াংছড়ি নতুন পাড়া কেন্দ্রে ক্যাম্পেইন তদারকি করেন মোঃ আশরাফুল আজম, যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী, রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স। উক্ত কেন্দ্রে মেপ্রু মারমা, (আইসিডিপি) ইউনিসেফ সিনিয়র কর্মী বলেন ৬–১১ মাস বয়সী শিশু ৯জন নীল রংয়ের এবং ১২–৫৯ মাস বয়সী শিশু ৬৯ জনকে লাল রংয়ের ভিটামিন খাওয়া হয়েছে।।
Leave a Reply