শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:১১ পূর্বাহ্ন
মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধিঃ
গতকাল বৃহস্পতিবার বান্দরবান রোয়াংছড়িতে উ: নাইন্দাসামি স্থবির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শেষে ফেরার পথে শামুক ঝিরি নামক স্থানে মটরসাইকেল দুর্ঘটনায় ৩জনে মধ্যে সাচিংনু মারমা (২০) নিহত হয়েছে, উসিংহাই মারমা (২৩) গুরুত্বর আহতবস্থা বান্দরবান সদর হাসপাতালে চিকিৎধীন রয়েছে মংসিংহাই মারমা (১৮) নামে একজনকে অক্ষত অবস্থা পাওয়া গেছে।
পুলিশ ও নোয়াপতং ইউপি সাবেক প্যানেল চেয়ারম্যান উবাপ্রু মারমা বলেন , রোয়াংছড়ি তুলাছড়ি পাড়ায় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ: নাইন্দাসামি স্থবির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান থেকে মধ্যরাত প্রায় দুইটার দিকে বাগমারা সোনাইসেপ্রূ পাড়া থেকে ফেরার পথে শামুক ঝিরি এলাকার মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: শরিফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে প্রায় ২টা দিকে শামুক ঝিড়ি এলাকার সড়ক দুর্ঘটনা খবর পেয়ে রোয়াংছড়ি থানা পুলিশ গিয়ে নিহত লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে।
Leave a Reply