মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি :
বান্দরবান রোয়াংছড়িতে শান্তিপূর্ণ ও শৃঙ্খলায় শুরু হল এসএসসি পরীক্ষা-২০১৯। এ বছরে মোট ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৯০ অনিয়মিত ৯০ জন অংশগ্রহন করেন।
আজ শনিবার ২রা ফেব্রুয়ারী শুরু হওয়া প্রথমদিনে বাংলা ১ম পত্রে নিয়মিত ৯০ অনিয়মিত ১৪ জনের মধ্যে ৫৪ জন ছাত্রী ৫০ জন ছাত্রসহ মোট ১০৪ জন পরীক্ষার্থী শৃঙ্খলাভাবে পরীক্ষা দিচ্ছে।
এদিকে পরীক্ষা কক্ষে পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল। সে সময় আরো ছিলেন, অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে একাডেমিক সুপারভাইজার মোঃ নুরনবী, কেন্দ্র সচিব স্কুলে প্রধান শিক্ষক মোঃ আবদুস সবুর।
কেন্দ্র সচিব জানান, আজকে প্রথম দিনে বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা হচ্ছে। নিয়মিত ও অনিয়মিত সহ মোট ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ ছাত্র ৫৪ ছাত্রী। এর মধ্যে ১৪ জন অনিয়মিত পরিক্ষার্থী রয়েছে। আজকে অনুষ্ঠিত পরীক্ষায় কোন অনুপস্থিত অথবা বহিস্কৃত পরীক্ষার্থী নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে নিরাপদে পরীক্ষা দিচ্ছে। ছাত্র-ছাত্রীরা আনন্দের সাথে পরীক্ষায় অংশ গ্রহন করছে।
Leave a Reply