মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি :
শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে বান্দরবান রোয়াংছড়িতে উপজেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ই ফেব্রুয়ারী) বিকাল ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪টি ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে একাডেমিক সুপারভাইজার মোঃ নুরনবী, উপজেলা প্রাথমিক অধিদপ্তরে সহকারী শিক্ষা অফিসার মোঃ আক্তার উদ্দিন, রোয়াংছড়ি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক চৈতি দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ ও শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চৈতি দাশ, মোঃ নুরনবী, মোঃ আক্তার উদ্দিন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল।
Leave a Reply