বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৩০ পূর্বাহ্ন
মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি(বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের রোয়াংছড়িতে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম ও গৌণ বনজ সম্পদ বিভাগের উদ্যোগে স্থানীয় বৈদ্য বা কবিরাজের সাথে ভেষজ উদ্ভিদের ব্যবহার লক্ষ্যে রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ)সকাল সাড়ে ১০টা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিচালক মো: মনিরুল ইসলাম উপস্থিতিত্বে এসময় প্রধান গবেষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের গৌণ বনজ সম্পদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: রফিক হায়দার, স্থানীয় কবিরাজ উচমং মারমা, কবিরাজ উচনু মারমা, কবিরাজ চথোয়াইঅং মারমা, কবিরাজ লিয়েন বম, আয়োজক ও সহযোগি হ্লাছোহ্রী মারমাসহ আরো অনেকে।
এসময় আলোচনা সভায় পাশাপাশি বনজ ঔষধি ও প্রাকৃতিক বিভিন্ন গাছ-গাছালির গুণাগুন গবেষণা মধ্যে দিয়ে পর্যাবেক্ষণ করা হয়।
Leave a Reply