মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি :
বান্দরবান রোয়াংছড়িতে দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল।
আজ সোমবার (৭ই জানুয়ারী) দুপুরে ৪নং নোয়াপতং ইউনিয়নের থলী পাড়া কেন্দ্রে ১৫০ পরিবার হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, নোয়াপতং ইউপির চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, থলী পাড়ার প্রধান (কারবারি) ক্যইমং মারমা সহ ওয়ার্ড মেম্বারগণ।
এসময় উপজেলা চেয়ারম্যান ক্যবামং বলেন, শীতার্থ হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমার আনন্দ লাগছে । যাতে করে তাঁরা শীতের দিনে খুশিমনে দিন কাটাতে পারে। সরকার পাশা পাশি বিভিন্ন বেসরকরী সংস্থানগুলো শীতার্থদের পাশে এগিয়ে আশা উচিত।
Leave a Reply