শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধিঃ
উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে ন্যায় বান্দরবান রোয়াংছড়িতে ৩ দিন ব্যাপি ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ১০টি উদ্যোগ কর্মকান্ডকে উন্নয়ন মেলায় ৪১টি স্টল স্থাপনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমগুলো তুলে ধরা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা উপজেলার চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উন্নয়ন মেলা প্রাজ্ঞনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা, সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল, সভায় সঞ্চালন করেন একাডেমিক সুপার ভাইজার মো: নুরনবী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম চৌধুরী, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ৪নং নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইংচিং মারমা, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা, রোয়াংছড়ি রেঞ্জ কর্মকর্তা মো: শহিদুল হক। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার, কারবারী সহ সরকারি ও বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মেলায় শিক্ষার্থীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু পরিবার বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা করা হয়। বিকালে ৪ টায় শিশু-কিশোরদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
Leave a Reply