বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৪৭ পূর্বাহ্ন
মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় স্মার্ট কার্ড জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম।
আজ মঙ্গলবার ১১ই সেপ্টেম্বর সকাল ১১ টায় রোয়াংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট কার্ড জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাচন অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান ক্যবামং মারমা, বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, বান্দরবান জেলা নির্বাচন অধিদপ্তরে কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলা পরিষদে সাবেক চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে আরও ছিলেন, রোয়াংছড়ি যুব উন্নয়ন কর্মকর্তা পুলুপ্রু মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান, হেডম্যান, কারবারি, ইউপি মেম্বার সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগণ।
আলোচনা সভা শেষে বৃক্ষ রোপন করেন জেলা প্রশাসক দাউদুল ইসলাম ও বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।
Leave a Reply