মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি সংবাদদাতাঃ
আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে বান্দরবান রোয়াংছড়িতে আওয়ামী লীগের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের প্রার্থীদের যাচাই
বাছাই ও মতবিনিময় সভা মাল্টিপারপাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২১শে জানুয়ারী অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থীর সভায় রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সত্য হাপাঞ্জি।
বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা, বান্দরবান জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, যুগ্ন সাধারণ সম্পাদক রাংলাইং ,উপজেলা সিনিয়র সহ সভাপতি নেইতং বুইতিং, সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা, চহাইমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা। উপজেলা আওয়ামী লীগের একাধিক কর্মী উপস্থিতিতে যাচাই বাছাইয়ের শেষে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র কিনেন।
মনোনয়ন নেয়ার চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন (১) উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি চহাইমং মারমা, (২) সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা, (৩) আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, (৪) সাহ্লামং মারমা, (৫) মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন নিচ্ছেন (১) আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ধীরেন ত্রিপুরা, (২) উপজেলা শ্রমিক লীগের সভাপতি আথুমং মারমা, (৩) উপজেলা ছাত্র লীগের সভাপতি সুমনজয় তঞ্চঙ্গ্যা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়েছে, উপজলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আপ্রুমে মারমা ও তারাছা ইউপি মহিলা আওয়ামী লীগের সভাপতি থুইনুপ্রু মারমা।
আওয়ামী লীগের প্রার্থী শোনা গেলেও বিএনপি ও আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি জেএসএস এর মধ্যে কোন প্রার্থীর শোনা যায়নি।
Leave a Reply