শুক্রবার, ০১ Jul ২০২২, ০৫:৩৭ অপরাহ্ন
মংক্যাইনু মারমা; রোয়াংছড়ি(বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান রোয়াংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যবামং মারমা সভাপতিত্বে আজ সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলানায়তনে ৫১তম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম, ভাইস-চেয়ারম্যান ক্যসাইনু মারমা, মহিলা ভাইস-চেয়ারম্যান মাউসাং মারমা, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং, তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চগ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান উবাপ্রু মারমা সহ বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় এলাকার প্রশাসনিক কার্যকলাপ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম বলেন, ৩০ লক্ষ শহীদের স্মরণে উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ৬০০০টি ঔষুধি গাছ বিতরণ করা হবে।
Leave a Reply