রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন
মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি(বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবান রোয়াংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যবামং মারমা সভাপতিত্বে সোমবার (২৫ জুন) ১০ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে ৫২তম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম, উপজেলা পরিষদ পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, ১নং রোয়াংছড়ি সদর ইউপি’ চেয়ারম্যান চহ্লামং মারমা, ২নং তারাছা ইউপি’ চেয়ারম্যান উথোয়াইচিং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি’ চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ৪নং নোয়াপতং ইউপি’ চেয়ারম্যান উবাপ্রু মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ছালেহ সরকার, রোয়াংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা, এমপি প্রতিনিধি নেইতং বুইতিং সহ সকল সরকারি দপ্তরে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply