বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৮:৪৫ পূর্বাহ্ন
মংক্যনু মারমা,রোয়াংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানে ১০০ বছর বয়স্ক বৃদ্ধের সংখ্যা নাই বললেই চলে। তার পর ও বেঁচে থাকে হাতে গোনা কয়েন জন। বান্দরবান রোয়াংছড়ি উপজেলা দুর্গম এলাকায় অংজাই পাড়া বাসিন্দা পুলুমা মারমা ১০০ বছর পুর্ণ হলো।
১০০ বছর পুর্ণতায় আজ বুধবার সকাল ১১ টায় দুর্গম পাহাড়ে গিয়ে পুরস্কৃত করেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ক্যবামং মারমা।
কালের সাক্ষী পুলুমা মারমা ১৯৯৮ সালে ব্রিটিশ শাসনামলে যুদ্ধকালীন তার বয়স ছিল ৯ বছর। পরিবারের ৫ভাই ও ৪ বোনের মধ্যে সবার ছোট পুলুমা মারমা। বোমাংগ্রী ক্যজসাই শাসনামলে ১৭ বছর বয়সে সংসার শুরু করেন, বর্তমানে ৪ ছেলে, ৫ মেয়ে এবং ২৫ জন নাতি,নাতনি নিয়ে অংজাই পাড়ায় বসবাস করছে।
১০০ বছর বয়সেও এখনো দৃষ্টি শক্তি ও কান প্রখর রয়েছে।
Leave a Reply