মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান রোয়াংছড়ি উপজেলা,বাঘমারা বাজারে দুই নারীর বাকদন্ডীতার জের ধরে একই গোষ্ঠীর পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে ৮ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ৩জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় বাঘমারা বাজার এলাকায়। আহতরা হলেন ১. রেঅং মারমা (৫৫) ২. উবাচিং (৪২) ৩. য়ই¤্রা প্রু (৫৩) ৪, হ্লা উচিং ( ৪৪) স্বামী: শৈক্যমং, ৫. হ্লাসাং প্রু (৩০),স্বামী: চনুমং, ৬. উচ¤্রা মারামা (৪৮) ৭. মেবু মরমা (৩৮), ৮. মেয়ই (৪৬)।
স্থানীয়দের সূত্রে, রোয়াংছড়ি উপজেলা,বাঘমারা ইউনিয়নে ৩৪৭ নং মুরুংক্ষ্যং মৌজা হেডম্যান পদ নিয়ে একই গোষ্ঠির দন্ডের সৃষ্টি দীর্ঘ দিনের। তারই সূত্রপাতে ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এক গোষ্ঠি চাচ্ছে হেডম্যান মংপুকে বহাল রাখতে, একই গোষ্ঠি থেকে নতুন আরেকজনকে হেডম্যান পদে রাখতে। এ নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিনের, তার প্রতিয়মান হয়েছে পাল্টাপাল্টি আক্রমে। এর সুস্থ সমাধান না হলে ভবিষ্যতে আরো ভয়াবহ রুপ ধারণ করতে পারে বলে স্থানীয়রা জানান।
উল্লেখ্য, মুরুংক্ষ্যং পাড়াবাসি অভিযোগের প্রেক্ষিতে, বান্দরবান সদর ইউএনও এবং বোমাং চীফ তদন্ত করে ৩৪৭ নং মুরুংক্ষ্যং মৌজা মংপু হেডম্যানকে বান্দরবান জেলা প্রশাসক হেডম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তের প্রেক্ষিতে মংপু হেডম্যান বিভাগীয় কমিশনার কাছে আপিল করেন,আপিলটি খারিজ হয়ে যায়। খারিজের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন আপিল করে মংপু। হাইকোর্টে এখনো চলমান রয়েছে।
বান্দরবান সদর হাসপাতালে আর এম ও ডাঃ মাজেদুর রহমান জনান, তিন জনের মাঠায় ধারালো কিছু দিয়ে আঘাট করা হয়েছে। বাকীদেরকে লাঠি সোটা দিয়ে আঘাট করা হয়েছে। গুরুতর আহত য়ই¤্রাপ্রু কে চট্টগ্রাম মেডিক্যালে রেফার করেছি।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার আলি হোসেন বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনকালে বলেন, আমরা তদন্ত করছি। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। অপরাধী যে পক্ষের হোক তাকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply