শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৫:১৮ অপরাহ্ন
মংক্যাইনু মারমা,রোয়াংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবান রোয়াংছড়ি উপজেলা ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে ৩ হাজার ৫শ ৫৭জনকে বেক্ষ্যং জুনিয়র হাই স্কুলে অনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
আজ ১৭ সেপ্টেম্বর সোমবার সকালে বেক্ষ্যং হাইস্কুলে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত) মোঃ এস এম শাহাদাৎ হোসেন বক্তব্য, ৩নং আলেক্ষ্যং ইউপি’র চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা , ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মার্ট কার্ড গ্রাহক কচ্ছপতলী পাড়া বাসিন্দা ওয়ংসাংপ্রু মার্মা (৫৫) বলেন, স্মার্ট কার্ড পেয়ে আমি খুশি। নতুন স্মার্ট কার্ড নিয়ে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে যাবো খুব ভালো লাগছে।
উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত) মোঃ এস এম শাহাদাৎ হোসেন বলেন, ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে সুষ্ঠুভাবে মোট ৩৫৫৭ জনকে স্মার্ট কার্ড বিতরণ করেছি। যারা আজকে স্মার্ট কার্ড নিতে অনুপষ্ঠিত ছিলেন, তাদেরকে রোয়াংছড়ি উপজেলা নির্বাচন অফিসে এসে যোগাযোগ করে কার্ড নেয়ার আহবান জানান।
৩নং আলেক্ষ্যং ইউপি’র চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, বাংলাদেশে প্রকৃত নাগরিক হতে হলে স্মার্ট কার্ড প্রয়োজন। এই স্মার্ট কার্ড বিতরণে আমাদের বিভিন্ন ধরনে সুবিধা বারবে ।
Leave a Reply