বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বান্দরবান হিলবার্ড এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জন আটক প্রধানমন্ত্রীর ঘর পেলো বান্দরবানের পিছিয়ে পড়া জনসাধারণ কেএনএফ’র গুলিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রাঙামাটি শহরে কদর বাড়ছে পাহাড়ী ফুল ঝাড়ু লামায় ধর্ষকের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা লামায় কবি এমরানের “অনুভূতির সুর” বইয়ের মোড়ক উন্মোচন থানচিতে মাসব্যাপী বিজিবি অভিযানে শতাধিক একর জমিতে পপিখেত ধংস অবৈধ গরু পাচার রোধে বিজিবি তৎপর তবে নিরব প্রশাসন লামা-আলীকদম সড়কে দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত ৯ নাইক্ষ্যংছড়ি  সীমান্তে চোরাই গরু আনতে গিয়ে মাইন  বিস্ফোরণে  যুবক আহত
রোয়াছড়িতে এম এন লারমার ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

রোয়াছড়িতে এম এন লারমার ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি :

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা জনসংহতির সমিতির আয়োজিত জুম্ম জাতির মহান নেতা ও মেহনতি মানুষের একনিষ্ঠ বন্ধু মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকি উপলক্ষে নানান কর্মসূচি মধ্যে দিয়ে জমায়েত ও কালোব্যাজ ধারণ, প্রভাতফেরী, পুষ্পমাল্য অর্পণ, শোক প্রস্তাব পাঠ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোক র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়াগই পাড়ায় উপজেলা জনসংহতি সমিতি অফিসে এসে মানবেন্দ্র নারায়ণ লারমার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে রোয়াংছড়ি উপজেলা জনসংহতি সমিতির সভাপতি অংশৈমং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জনসংহতি সমিতির বান্দরবান জেলা সাধারণ সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক মেচিংঅং মারমা, সাবেক ইউপি সদস্য ও সাংগঠনিক সম্পাদক বানুচিং মারমা, আলেক্ষ্যং ইউনিয়নে ৯নং ওয়ার্ডে সদস্য ভারতসেন তঞ্চঙ্গ্য, ডা: বিজয় কুমার তঞ্চঙ্গ্যা।

এসময় অনুষ্ঠানে ব্যক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক উহ্লাঅং মারমা, মংয়ইচিংমারম, মঙ্গলসেন তঞ্চঙ্গ্যা, উইমেন্স ফেডারেশনে সম্পাদিকা ভাগ্যলতা তঞ্চঙ্গ্যা।

অনুষ্ঠানে প্রধান অতিথি চেয়ারম্যান ক্যবামং মারমা বলেন, এই নভেম্বর মাস হচ্ছে গভীরতম জুম্ম জাতির শোকের মাস। ১৯৮৩ সালের ১০শে নভেম্বর আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলনের পথ প্রদর্শক, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা তাঁর আটজন সহযোদ্ধাসহ বিভেদপন্থী, প্রতিক্রিয়াশীল, গিরি-প্রকাশ-দেবেন-পলাশ চক্রের বিশ্বাস ঘাতকতা মূলক অতর্কিত আক্রমণে শাহাদাৎ বরণ করেছেন। সে সময় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Bandarban Pratidin.com
Design & Developed BY CHT Technology