বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০১:২৭ পূর্বাহ্ন
ডেস্ক নিউজঃ
লামায় অপহরণকৃত ব্যক্তি উদ্ধার লামায় পুলিশের অভিযানে অপহরণকৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
গত ১৫ জুলাই আনুমানিক ২ টার সময় লামা ৩ নং ওয়ার্ডের সরই ইউনিয়নের ধুইল্যা পাড়া গ্রামের বাসিন্দা মৃত হোসেন আলী (৬০) এর ছেলে মোঃ আব্দুল সালাম কে অজ্ঞাত ৭ জন মুখোশধারী লোক হারেজ কোম্পানির হারেজ মিয়া প্রজেক্ট থেকে এসেছি বলে আব্দুস সালাম কে হাত পা বেঁধে অপহরণ করে নিয়ে যায়।
পরে তার স্ত্রী সালেহা বেগম লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । আজ লামা কেয়াজুপাড়া হতে বান্দরবান যাওয়ার রাস্তায় সকাল ৬ টার সময় সরই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জার্মান পাড়া রাস্তার পাশে মোঃ আব্দুল সালাম কে হাত পা চোখ বাঁধা জীবিত অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পান ।
পরে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে সকাল ১০ টার সময় ঘটনাস্থলে গিয়ে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ি অপহরণকৃত আব্দুস ছালাম কে উদ্ধার করে ।
Leave a Reply