শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ পূর্বাহ্ন
মংছিংপ্রূ, লামা প্রতিনিধিঃ
লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, সকল পাহাড় কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে পাহাড় খেকোদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীসহ যৌথ অভিযান পরিচালনা করা হবে।
এসময় তিনি আরো বলেন, জনগণের যান-মাল নিরাপত্তার জন্য সকল পরিবহনের ড্রাইভাদেরকে ট্রাফিক আইন মেনে চলার জন্য আহব্বান জানিয়েছেন। নিরাপদ সড়ক চাই, এই প্রত্যাশাকে বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘নিরাপদ সড়ক’ বিষয়ে সভা করা হবে বলে তিনি জানা।
বান্দরবানে লামা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাপতি লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি সভায় এই কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন, আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। মঙ্গলবার লামা উপজেলা প্রশাসন উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনের এই সভা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের চাঁদাবাজির বিষয়টি জেলা আইনশৃঙ্খলা সভায় তুলে ধরা হবে। থানা অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহা বলেন, দুর্গমে বসবাসকারিদের জীবনযাত্রায় অচলাবস্থা সৃষ্টি হতে দেয়া যাবে না।
এসময়, থানা অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহা, লামা উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ মাহমুদুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তাহুরা, লামা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান, বাথোয়াইচিং মার্মা, মিন্টু কুমার সেন, মো. জসিম উদ্দিন, মো. ফরিদুল আলম সহ উপজেলা সকল সরকারী দপ্তরে কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply