বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ন
রিমন পালিত:
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৬০ জন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপকার ভোগীকে নগত অর্থ প্রদান করা হয়েছে ।
আজ বুধবার ৮ আগষ্ট বিকালে গজালিয়া ইউনিয়নের ছোট বমু মার্মা পাড়ায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান জেলা ইউনিট এর আয়োজনে, উপকারভোগীদের মধ্যে আয় বৃদ্ধিমূলক কাজের অনুকূলে নগদ অর্থ প্রদানের চেক প্রদান করা হয়।
লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাভেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহান্মদ ইসমাইলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার নুরে জান্নাত রুমি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজালিয়া ইউ, পি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, জেলা কৃষকলীগের সহ সভাপতি এম কামরুল হাসান (টিপু), জেলা কৃষকলীগের কার্যহির্বাহী কমিটির সদস্য অজাহা ত্রিপুরা, লামা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা বৃন্দ ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মোঃ কামাল উদ্দীন।
সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল তাঁর বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমিন্ত্রী বাবু বীর বাহাদুর উসৈশিং এম পি মহোদয়ের পক্ষে উপকার ভুগিরা চেক হাতে পেয়ে অত্যান্ত খুশি । অনুষ্ঠান শেষে প্রত্যেকে ৩০ (ত্রিশ হাজার) টাকা করে মোট ১৮ (আঠার লক্ষ) টাকার চেক প্রদান করা হয়।
Leave a Reply